দাদার পরে বাবার যখন মৃত্যু হলো
আমার বয়স হবে তখন ষোল।
বলল সবাই,
অত্যাচারী বাবা এবার ম'লো
সেই আনন্দে মিছিল করো
জয়ধ্বনি তোলো।
তাদের সাথে হাসতে গিয়ে
সেদিন আমার কান্না বাকি র'লো।


ঘুরে ঘাটে ঘাটে
অবশেষে পৌঁছে গেলাম ষাটে।
এখন দেখি তারাই আবার
কাঁধে নিয়ে লাশটা বাবার
কেঁদে কেঁদে রাস্তা ঘাটে হাঁটে।
সেই মজাতে আজকে আমার
হাসিতে বুক ফাটে।


দুঃখটা আজ তবু
নিজ ইচ্ছায় হাসা কান্না হলো না আর কভু।
কাঁদছে যখন সকলে আজ
হাসায় আছে দুঃখ ও লাজ
মানতে হবে যা-ই বলেন প্রভু।
ইচ্ছা মত হবু রাজার আদেশ,
আমি শুধু হাসি কান্নার গবু।