একটা নদীর পাশে ছিল এক গ্রাম
গ্রামবাসী ছিল সেথা সুখে অবিরাম।
সেবার বর্ষায় হলো গ্রামে অতিবৃষ্টি
চারিদিকে শুধু জল - যতো যায় দৃষ্টি।


গ্রামবাসী চলে যায় নিরাপদ স্থানে
মসজিদের ইমাম আসে নাই - জানে।
একজন ছুটে যায় ইমামের কাছে
সাথে তাঁরে নিতে চায় যেথা সবে আছে।


ইমাম বলে তারে, আমি নই নাস্তিক
আমার বিশ্বাস, স্রষ্টা বাঁচাবেই ঠিক।
অগত্যা লোকটা নিল তখন বিদায়
জল বেড়ে ইমামের বুক ছুঁয়ে যায়।


ইমাম উঠে দাড়ায় টেবিলের 'পরে
স্রষ্টা বাঁচাবেই তাঁরে সেই আশা করে।
তরী বেয়ে একজন আসে তাঁর কাছে
বলে, যাই যেথা সবে নিরাপদে আছে।


ইমামের মুখে তবু একই উত্তর
সে করে ভরসা শুধু খোদার উপর।
সে জনও নিল শেষে অগত্যা বিদায়
ক্রমে জল বেড়ে বেড়ে ছাদ ছুঁয়ে যায়।


অগত্যা ইমাম ওঠে ছাদের উপর
হেলিকপটার থেকে শোনে কণ্ঠস্বরঃ
আসুন ইমাম উঠে নিরাপদে যায়
ইমাম একইভাবে তাকেও ফেরায়।


ইমাম দুহাত তুলে করে অভিযোগ
তোমার বান্দার আজ কী এই দুর্ভোগ।
চলেছি তোমার পথে সারাটা জীবন
বিপদে আমায় তুমি দিলে বিসর্জন?


অতপর স্রষ্টা বলে, তোমার রক্ষায়
আমার সাহায্য হোথা তিনবার যায়।
নির্বোদ তুমিই তো তা করোনি গ্রহণ
শেষবার যাবে ফের বাঁচাতে জীবন।


পৃথিবীতে মানুষ আমার প্রতিনিধি
তাদের মাঝে আমাকে দেখাই তো বিধি।