ঈদ এসেছে, মাগো আমার নতুন জামা কই
সেমাই, ফিরনি, পোলাও তো নেই - পেটে ক্ষুধার খই।
মা তুই জ্বরে শীর্ণ-কাতর
নেই সুগন্ধি, নেইকো আতর
নেইকো মাগো ভাগ্যে মোদের ঈদের মিষ্টি দই।


করোনাতে বন্দী বাবা, চূলাতে নেই হাড়ি
পরনে মা তোর শত তালির ছিন্ন মলিন শাড়ি।
এ কেমন ঈদ, কারই বা ঈদ?
ধনিক, বনিক, রাজনীতিবিদ
ওরা এবার ঈদ খাক মা - আমরা উপোস রই।


সেনাপতি, মন্ত্রী, রানী করবে কুলাকুলি
আমরা মাগো বাইরে গেলেই খাব লাঠি-গুলি।
ওদের মাগো ভাঙালে ঘুম
হয় কয়েদী, নয় হব গুম
এবার ঈদে ওরাই নাচুক, করুক না হৈ চৈ।