ব্যস্ত কাজের মাঝে - কড়া নেড়ে দরজায়
মোহনীয় হাসি হেসে কবিতা দাঁড়ায়
হৃদয় হরণ করা অপরূপ সাজে -
ক্ষণিক চেয়ে, ঘুরে বসি, ডুবে যায় কাজে।

এরই মাঝে কোন এক ফাঁকে
ভাবলাম, আর একবার দেখি কবিতাকে।
দরজায় চেয়ে দেখি, কেউ নেই আর
চারিদিকে খোঁজ করি শুধু কবিতার।

অবশেষে দেখা মেলে ঘরের এক কোণে
সজ্জাহীন, উদাসীন, বসে এক মনে।
কহিলাম, কবিতা! এসো তবে খেলি;
বিষণ্ণ কবিতা চক্ষুদুটি মেলি'
কহিল - ছুঁয়ো না আমাকে এখন
অশুচি শরীর আমার - বহিছে ক্ষরণ।

বুঝিয়াছি -
কবিতার সাথে যদি কোন খেলা হয়
সে শুধু তারই চাওয়ায়, আমারটায় নয়।