হয়নি গাওয়া যে গান আমার
আজও তোমার নামে
সে গান গাওয়ার আগে আমার
সুর যেন না থামে।


দিন চলে যায় ক্ষণ চলে যায়
হয় না তোমার গান
সকল কাজের মাঝে যে তাই
কাঁদে আমার প্রাণ।
তোমার সুরে গাইতে গিয়ে,
শুধুই কাঁদি সুর হারিয়ে
তারই সাথে হারাই তোমায়
আঁধার ধরাধামে।
তোমায় পাওয়ার আগে আমার
সুর যেন না থামে।


ওগো, লুকোচুরির এই খেলাতে
এসো তুমি শেষে
সুরের ইন্দ্রধনু দিয়ো
কণ্ঠে ভালোবেসে।
দিতে তোমায় সুরের বাঁধন,
না থামুক এই সুরের সাধন
ক্লান্তি যেন থামায় না তা,
সুখের বিরামে।
তোমায় পাওয়ার আগে আমার
সুর যেন না থামে।


দিনের শেষে সাঙ্গ হলে
আমার সকল কাজ
আমার জীর্ণঘরে এসো
প্রাণের রাজাধিরাজ।
আলো নেভা নীরব ভবে,
আঁধার যখন গহীন হবে
আমার সে গান তোমার হৃদয়
পাই যেন সেই যামে।
সে গান গাওয়ার আগে আমার
সুর যেন না থামে।