ওগো প্রিয়তমা, তব তরে এই
অনুরোধ করিলাম
মোর সমাধিতে লিখো না কভু
মোর নগন্য নাম।


কত প্রাণ ঝরে এই ধরণীতে
কে লেখে বলো কোন স্মরণীতে?
তবু কত নাম অতি প্রিয় হয়ে
বেঁচে থাকে কত শত না হৃদয়ে।
কি হবে লিখে পাথরের বুকে
কারো হৃদে যদি নাহি রহিলাম?


জীবনে যে নাম হয়নি প্রিয়
মরণে সে নাম ভুলিতে দিও।
শুধু জেনো তবু আমি ভুলি নাই
তোমার দেয়া ফুলগুলি হায়।
নামহীন বনফুল হয়ে তাই
প্রতিদিন আমি ফুটিব সেথায়,
সৌরভে সেথা আসো যদি কভু
ভাবিবো তোমারেই পেলাম।


রচনা: ২১ জুলাই, ২০১৬