ওগো বন্ধু!
তুমি যে আমার দূর আকাশের রবি
আমি তো সূর্যমুখী
তব উত্তাপে প্রতিদিন পুড়ে তবু
আমি আজ বড় সুখী।
জেগেছি নিত্য নিশিথ-শিশিরে ভিজে
শুকিয়ে দিয়েছ পরম যতনে নিজে।
অনলে পুড়িয়ে করেছ পান্না
তবু হেসে গেছি, ভুলেছি কান্না
বুঝেছি শেষে ভালোবাসি শুধু
তোমার উত্তাপটুকই -
আমি তো সূর্যমুখী।


কখনো তোমায় ঢেকেছে জানি
নিকষ আঁধার মেঘে
বৃষ্টি ধারায় ঝরেছি অঝরে
কেঁদে কেঁদে উদ্বেগে।
সরে গেছে মেঘ উঠেছ হেসে
ভেসেছি দুজনে শুধু ভালোবেসে।
দুপুর বিগত কোন অগোচরে
গোধুলি আভায় মায়া অন্তরে।
তবুও পুড়াবে, তবুও পুড়িব
দুজনে মিলেই স্বপ্নে উড়িব
অনন্ত প্রেমে অন্তিম শয়ন হবে
প্রেয়সী ধরার বুকই -
আমি তো সূর্যমুখী।