আমি রক্ত দিয়ে লিখে গেলাম,
কেউ পড়ল না।
আমি প্রাণান্ত চিৎকারে বলে গেলাম,
কেউ শুনল না।
আমার নয়নে সাগরের ঢেউ ভাঙা আকুতি,
কেউ বুঝল না।


ক্ষীণ আশায় তবু ফেলে গেলাম প্রকৃতির বুকে -
যার নিজস্ব উর্বরতায় একদিন ফুটতে পারে ফুল, ধরতে পারে ফল,
অথবা তার রুক্ষ প্রলয়ে হয়ে যাবে ধ্বংসাবশেষের ধুলোকণা -
আমি শুধু বীজ বুনি আনমনা।