সময়ের পথে যদি ফিরে যেতে পারতাম
তারও অনেক আগে যখন হয়নি দেখা তোমার সাথে
শুধু খুঁজতাম, শুধু তোমাকেই খুঁজতাম
ভালোবেসে ধরব বলে ও হাত আমার হাতে।


আগে, আরও আগে, আরও আগে
দুজনের হলে পরিচয়
করে নিতাম হৃদয়ের অটুট বন্ধনে
মিলনের মালা বিনিময়।
তারপর ভেসে যেতাম, শুধু ভেসে যেতাম
এক অবসাদহীন অনন্ত মধু-চন্দ্রিমাতে।


বয়ে গেছে সময়ের যত স্রোত অনন্তে
জানি তারে যায় না আনা আর ফিরিয়ে
অনাগত স্রোত যত করে যেতে চাই অনুভব
জীর্ণ এ তরণী তোমার কূলে তাই ভিড়িয়ে।
যেন জাগিয়ে রাখে দুজনকে আরও কিছুক্ষণ
অনাগত স্রোত এসে মন্দ-মধুর আঘাতে।