পৃথিবীর পথে পথে শুধু খুঁজে গেলাম
একটি পাথর-ফলক, লিখতে চেয়ে এ নাম।
খুঁজে ফিরি আজও সে ঠিকানা
জানি না, হবে তা কি জানা
শুধু জানি পায়ের তলা ঝরায় রক্ত অবিরাম।


এসেছিনু সকলের অগোচরে, নেই পরিতাপ
রয়ে গেছি অগোচরে, কেউ চায়নি অটোগ্রাফ।
এমনি যেদিন যাবো অগোচরে
যদি কারো চোখে জল ভরে
শেষ নিঃশ্বাসে বলে যাবো, আমি সবই তো পেলাম।


রেখে যাবো তার তরে অদৃশ্য অটোগ্রাফ
হয়তো সে লিখে নেবে শব্দহীন এপিটাফ
আমি তো নই একজন, যাকে পৃথিবী জানাবে সেলাম।