সমুদ্রের তীরে মাটির একটা ঘর
অবসরে অফুরন্ত সময় হাতে
বাঁশ বাগানের নীচে একটা টেবিল
টেবিলের উপর একটা কম্পিউটার
কবিতার আসরের সব কবিতা পড়ার আদর্শ পরিবেশ।


হাজার টানলেও মাউসটা টেবিলের উপর আসে না
অনুসন্ধান চালানো হলো -
মাউসের ক্যাবলটা প্রতিবেশীর বেড়ার উপর দিয়ে
প্রধান সড়কে যেয়ে শেষ হলো।
শেষ প্রান্তটা কোন কিছুর সাথে সংযুক্ত নয়
অথচ হাজার টেনেও মাউসটা টেবিলের উপর আসে না।


কবিতার পাতায় ব্রাউজিঙের বাধা হয় না নিরসন
স্বপ্নও দেয় যাতনা শুধু অকারণ!