এই আছি এই নেই           জীবনের মানে এই
  তবু কেন জানি
এই নিয়ে সারাক্ষণ   এত কিছু আয়োজন
  এত হানাহানি!
দুদিনের চাহিদায়     এত কিছু পেতে চাই
  কিছু কম নহে
অপরের যাহা আছে   নাই যদি মোর কাছে
  অন্তর দহে।
যাহা কিছু আমি বলি   যেই পথে আমি চলি
  সব তার ঠিক
আমার বিমতে গেলে   হৃদয়ের বিষ ঢেলে
  দিই তারে ধিক।
সময়ের শেষ হলে     সবাইতো যাব চলে
  নেই মতামত
দুনিয়ার সব ছাড়ি     সবাইতো দেব পাড়ি
  সেই এক পথ।
স্বজনেরা চলে যায় করি এত হায় হায়  
  বেদনায় কাঁদি
সময়ের তরী বেয়ে আগামীর গান গেয়ে
  নব ঘর বাঁধি।
পিতা মাতা স্বামী বধু ছেলে মেয়ে কিযে মধু
ভাই বোনে ঘেরা
হাসি গানে ভরপুর সংসার কি মধুর
নাহি কিছু সেরা।
সুখ সুখ করে আজ এত কিছু করি কাজ
বাঁধি বড় ঘর  
ভুলে যাই দিন শেষে   চলে যাই দীন বেশে
মাটির ভিতর।
হায় রে অবোধ মন কান পেতে ওই শোন
ওপারের ডাক
সে এক বিধুর ক্ষণে চলে যাবি নিরজনে
হবি নির্বাক।
সে ক্ষণ আসার আগে হৃদয়ের অনুরাগে
প্রাণ খুলে বল
যা কিছু হয়নি বলা, যে পথে হয়নি চলা
সেই পথে চল।
যতক্ষণ আছে আয়ু পৃথিবীর আলো বায়ু  
বুক ভরে টান
সুর বা বেসুরে হোক গেয়ে যারে কটি শ্লোক
জীবনের গান।
জীবনের পথে ভরা দুঃখ ভয় মৃত্য জ্বরা
বাঁধা বন্ধন
তার থেকে এক দুই যদিরে পারিস তুই
করিতে খন্ডন
যদি তোর্ ভালোবাসা এনে দেয় ক্ষুদ্র আশা
ক্ষুদ্র কারো মনে
মরণের শেষে তবে এ জীবন বেচে র'বে
জীবনের সনে।


২৮ অক্টোবর, ২০১৩


শেরাটন হোটেল, হো চি মিনঃ সিটি, ভিয়েতনাম