ইদানিং, প্রতিদিন
উষ্ণ জলের ট্যাপটার উপহাস বড় কঠিন।


প্রচন্ড শীতে একটু উষ্ণ জলে মুখ ধুতে চাই
উষ্ণ জলের ট্যাপটা ছাড়ি সে আশায়।
প্রচন্ড ঠান্ডা জল ঝরে পড়ে - ভাবি, এ কী অপচয়?
মুখটা ধুতে থাকি - উষ্ণ জল আসবে নিশ্চয়।


মুখ ধোয়া শেষ হয় ঠান্ডা জলে
ট্যাপটা বন্ধ করার আগে হাত রাখি তলে।
কেবল আসতে শুরু করা উষ্ণ জলের স্পর্শ পাই
কে এখন উষ্ণ জলের অপচয় চাই?


ট্যাপটা ঘুরিয়ে জলের অপচয় করি আটক
আর ভাবি, ট্যাপটা আমার জীবনের কী নিবিষ্ট পাঠক!