জীবন-ভোরে মনের রঙে হয় পৃথিবী দেখা
হাজার চাওয়ার মনের খাতায় কল্পকাব্য লেখা।
চলার পথের চারিপাশে যা কিছু হয় দেখা
মানুষ মনের চিত্রপটে আঁকে নানান রেখা।


মনটা যখন পাওয়ার সুখে মেঘ-মুক্ত হাসে
নয়ন দেখে রূপের খেলা ফুল, পাতা ও ঘাসে।
বুনোফুলের গোছাটা হয় প্রেমের মহা অর্ঘ
ভালোবাসায় ধরার বুকে নামে সুখের স্বর্গ।


মনের আকাশ ভরে যখন বিষন্নতার মেঘে
সবকিছু যায় ধূসর হয়ে ধুলো-ঝড়ের বেগে।
সবুজ ফুল ও পাতাগুলো শুকনো হয়ে মরে
ভালোবাসার মালা হওয়ার আগেই তারা ঝরে।


জীবন চলার শুরুটা হয় বিশাল খোলা মাঠে
হাজার পথিক একই পথে যেথায় নিত্য হাঁটে।
কজন পথিক দোড়ের খেলায় পথের শেষে যায়
পথের শুরুর হাজার পথিক পথের শেষে নাই।


শুরুর পরে মধ্য পথেই কারো দৌড় হয় শেষ
কাঁটার ঘাতে চরণ ক্ষত, মনে কষ্ট ক্লেশ।
কষ্ট শেষে স্মৃতি বাঁচে - কালের ধুলায় ধূসর
একটু দোলায় কাঁদায় তারা, বুকেতে রয় অমর।


বিশাল-বিশ্ব চিত্রপটে হাজার রঙের মেলা
চিত্রকরের মনের রঙে বিশ্বজনের খেলা।


২১ নভেম্বর, ২০১৬