জলজ রাজ্যে আইন হলো - থাকবে নাকো বদ
কুমীর ছাড়া অন্য কেহ হবে না সাংসদ।
মাছ ও কুমীর, হাঙর, তিমি সবাই যখন সজাগ
জল-রাজ্যে নেই প্রয়োজন পৃথক বিচার বিভাগ।
কুমীর ছাড়া অন্য কেহ খাবে নাকো মাছ
অন্য সবাই খেতে পারে জলের নীচের গাছ।
হাঙর, তিমি পাবে তবু বিশেষ কিছু সুযোগ
যে মাছ তাদের মুখে যাবে করবে তারা ভোগ।


বোয়াল রানী হাত দু'খানি উপর পানে তুলে -
তার কি হবে? প্রশ্ন করে মস্ত হা-টা খুলে।
কুমীর রানীর জবাব হলো - তোমার খাওয়া শেষ
নতুন করে না খাও যদি, থাকবে তুমি বেশ।


সে'দিন থেকে মাছেরা সব ছিলই নাকি সুখে
মরত তারা পড়ত যারা হাঙর, তিমি'র মুখে।
কুমীর যারা খেতো তারা যখন যারে খুশি
তাদের মাঝে পাইনি কারেও কুমীর-রানী দুষী।


মাঝে মাঝে বোয়াল রানী আগের স্বভাব দোষে
মুখটা খুলে হা করতো দীর্ঘ ক্ষুধার রোষে।
কুমীর রানী খবর পেলো, বোয়াল রানীর হা-তে
মাছের কিছু ডিম ঢুকেছে, ভরবে নাকি ছা-তে।


জলজ রাজ্যের আইন ভঙ্গ? ফোঁসে কুমীর রানী
ডিম যতদিন মাছ না হবে টানুক কারার ঘানি।
ডিমের থেকে মাছের বাচ্চা উঠবে যখন ফুটে
বোয়াল রানীর রক্ত খাবে সকল কুমীর জুটে।