যারা চলে যায় না-ফেরার দেশে
কোনভাবে থাকে কি তারা আমাদের মাঝে ফিরে এসে?
আমরা যা-কিছু করি তাদের নামে
লাগে কি তা কোনভাবে তাদের কামে?
আমাদের সুখ-দুঃখ, আনন্দ, হাসি-বেদনায়
তাদের অনুভূতি কখনো কি হেসে কেঁদে যায়?


ধর্মের পাতা খুলে পেতে পারো বিভিন্ন উত্তর
মিথ্যে কি তবে, যা-কিছু বলে আমাদের অন্তর?
হয়তো আমরাই তাদেরকে আমাদের সাথে রাখি
আমাদের অর্জনের সিঁড়ি পেতে তাদেরকে ডাকি।
তাদের শান্তি কামনার মাঝে, নিজ শান্তি খুঁজি
তাদের ভালোতেই আমাদের ভালো - এটাই বুঝি।


কে জানে থাকে কিনা তারা ছায়াপথে তারাদের মাঝে
তবু তারা আমাদের দৃষ্টি টানে আকাশে প্রতিদিন সাঁঝে।
যতদিন আমরা থাকি পৃথিবীতে, তারা থাকে আমাদের
তারপর যারা থাকে পৃথিবীতে, আমরাও হয়ে যাই তাদের।
ভূত, ভবিষ্যত, বা অদ্ভুত - একে যা-কিছুই বলি
আসলে কারো না কারো নামে আমরা নিজ পথই চলি।