ওগো মোর প্রেয়সী, ওগো বধূ, হৃদয়ের ভালোলাগা কন্যে
ভালো তো বাসিনি তোমায় শুধু মোহনীয় রূপ ও লাবণ্যে।
নহে গো তোমার সোনা মুখ, নহে তোমার হরিণী নয়ন
নহে গো তোমার মোহিনী অঙ্গ-সৌষ্ঠবই শুধু আকর্ষণ।


এ ভালোবাসায় চাইনি তোমার নিবেদিত অবিচ্ছিন্ন মন
চাইনি উৎসব শুধু তোমার ব্যর্থতাহীন সাফল্যে অনুক্ষণ।
শুধু জানি, বেসেছি ভালো তোমার যত বেদনা ও ব্যর্থতা
বেসেছি ভালো তোমার মুখর প্রতিবাদ আর নীরবতা।


কেন, কখন, কেমনে বেসেছি ভালো তার উত্তর জানা নেই
হয়তো সমস্ত উত্তর আছে দু'জন দু'জনকে ভালোবাসাতেই।
ভালোবেসে যা পেয়েছি যা দিয়েছি নেই তার শোধ পরিশোধ
দু'জন দু'জনকেই ভালোবাসি, যেন দুজনেই বড় নির্বোধ।