আজ আর এ দেশে জমিদার নেই
তবু ওদের বংশধর আছে এ দেশেই।
ওরা আজও ধান খায়, পান খায়
মাঝে মাঝেই গরিবের প্রাণ খায়।

রাজনীতিই নীতি বলে কিছু নেই
নেতা থাকে সুবিধার পিছুতেই -
শেষ কথা কিছু নেই, তাই শেষটাই
প্রয়োজনে খেয়ে ফেলে সারা দেশটাই।

তৃণ খেয়ে বাঁচে যারা, তৃণজীবী হয়  
বুদ্ধি খেয়ে বাঁচে যারা, বুদ্ধিজীবী নয়।
ঘুষজীবী নয় কেউ যত ঘুষই খাক
বেহুঁশকে হুঁশ দিলেও খায় ঘুরপাক।


আদরের সন্তান কত কিছু চায়
ধনীর সন্তান হলে তারও বেশি পায়।
গরীবের সন্তান বকা ঝকা-ই পায়
ধনীদের কানমলা, লাথি, ঝাটাও খায়।

মিটারটা এসেছে তো যান্ত্রিক জানে
মিটারহীন রিক্সাটা গরীবেই টানে -
টানা শেষে গরীবটা যেই দাম চায়
মাঝে মাঝে দাম ছাড়া শুধু লাথি খায়।

ধনীগণ মাঝে মাঝে শখে হাওয়া খায়
হাওয়া খেতে প্রায়ই তারা বহু দূরে যায়
কাছাকাছি যেন কোন ভালো হাওয়া নাই।
গরিবেরা প্রতিদিনই সেই হাওয়া খায়
মাঝে মাঝে তবু তারা ভাত খেতে চায়
বিনিময়ে আজও তারা প্রায়ই লাথি পায়।