বিনিয়োগহীন, সঞ্চয়কারী উচ্চবিত্ত মানুষেরা খাদক
কল কারখানা, মাঠে ঘাটে খেটে খাওয়া মানুষেরা উত্পাদক।
উত্পাদকের যথার্থ রক্ষণ বিনে উত্পাদন ধ্বংস
দেশ ছাড়ে কর্মহীন খেটে খাওয়া উত্পাদক বংশ।


উত্পাদক ঘর বাঁধে, খেটে খায় নিঃসঙ্গ প্রবাসে
প্রতিফোঁটা ঘামঝরা বিদেশী মুদ্রা বাংলাদেশে আসে।
খাদকেরা লুটে খায় দেশের যা কিছু সম্পদ -
ঘুষখোর, কালোব্যাবসায়ী, সন্ত্রাসী-সাংসদ।


খাদকের বংশধর গড়ে তোলে বিদেশে নিরাপদ আশ্রয়
সমৃদ্ধ করে বিদেশী ব্যাংক খাদকের সঞ্চয়।
দেশে এবং বিদেশে বাংলাদেশী খাদকেরা রয় চিরখাদক
গাড়ি, বাড়ি,নারী খায়, শ্রমিকের মজুরী খায়, আরো খায় মাদক।


খেটে খাওয়া মানুষেরা সর্বত্রই ক্ষুধার্ত, ক্লান্ত
দেশে, বিদেশে, বিগত, বর্তমান ও আগত যুগেও তারাই উদ্ভ্রান্ত।
দেশের বাকি মানুষেরা অবরুদ্ধ কারাগারে বন্দী, অসহায়
দেশপ্রেমের মূল্য দেয়, মেলে না অন্য কোথাও ঠাঁই।


বস্তি, উন্মুক্ত ফুটপাথ, বন্যার জল! তোমরাই সদয়
জীবন্ত অথবা মৃত, ওদের তরে উন্মুক্ত তোমাদের হৃদয়।