কী খাবো? মানুষের আজীবন জিজ্ঞাসা
প্রথম কান্নাটা এ প্রশ্নের আদিভাষা।


তারপর, প্রতিদিন পৃথিবীর প্রতিকোণে
সহস্র ভাষায় এ প্রশ্ন আসে সহস্র মনে।
অসঙ্খ্য উপকরণ কারো খাদ্য-তালিকায়
একটিও অনিশ্চিত কারো জীবন-চালিকায়।
কারো প্রশ্নে প্রাসাদের দেয়ালে বিলাসী-ঢেকুর
কারো প্রশ্নে গগন-বিদারী কান্নার সুর।
কারো অঢেল, কারো নেই - কেউ ভাবে অবিচার
যার যার অবস্থানে খাদ্য তবু নির্বিকার!
নামে না কেউ তার অট্টালিকার টেবিল থেকে
বস্তির মাটিতে, মানুষ যেখানে তার স্বপ্ন দেখে।


এখন প্রয়োজন পৃথিবীতে ভুমিকম্প, প্রলয়
ওরাই শুধু হতে পারে বিভেদহীন, নির্দয়।
কেবল তখনই খাদ্যগুলি একই সমতলে
শুধাইবে কে কত আমাকে খাবে বলে।


ওহে ভুমিকম্প এবং প্রলয়ের চির-নিয়ন্ত্রক!
বঞ্চিত-বুভুক্ষুরা শধু একবার আদেশদাতা হোক।