আজ সকালে বাসা পরিস্কারের
ভ্যাকুম ক্লিনারটা সহসা বিদ্রোহ ঘোষনা করল।
তাকে নাকি নিয়মমাফিক নিয়মিত পরিস্কার করা হয়নি
তাই সে আর কাজ করবে না।
অগত্যা ফেলে দিলাম রাস্তার পাশে।


বসেছিলাম জানালার ধারে
মিউনিসিপ্যালিটির রাবিশ কালেকশনের ট্রাকটা এলো।
ট্রাক থেকে একজন ক্লিনার নামলো
ভ্যাকুম ক্লিনারটাকে ট্রাকের ক্রাশারের মুখে ফেলে দিল।
ক্ষনিক পরেই মেটাল ও প্লাস্টিক ভাঙ্গার একটা আওয়াজ
তারপরই ভ্যাকুম ক্লিনার অস্তিত্বহীন, ধুলিকণা।


মনকে প্রশ্ন করলাম
মিউনিসিপ্যালিটির ক্লিনাররা যদি কোনদিন
ওদের জীবন সবার মত পরিস্কার হয় না বলে
ভ্যাকুম ক্লিনারটির মতো বিদ্রোহ করে
সমাজের ক্রাশারে
ওদের অবস্থাও কি ভ্যাকুমক্লিনারটির মতোই হবে?