কত ফুল ফোটে বনে       যে আবেগ তার মনে
             রঙ তার কিছু কথা বলে
ঠিক বোঝে কে কখন        সমস্ত ব্যথা বেদন
           লেখা থাকে যত শতদলে?
কিছু তার কারো প্রাণে      ভালো লাগা সুখ আনে
           কত ফুল পায় অবহেলা
তা বলে কি কোন ফুল     কোনোদিন করে ভুল
          খেলে রঙ বদলের খেলা?


কবির লেখা কবিতায়      যে ব্যথার রঙ পায়
         কবি তার সবটুকু বোঝে
সেই রঙে কারো মন      পায় সুখ শিহরণ
        কেউ তার নিজ রঙ খোঁজে।
কেউ যদি নাই পায়       তার রঙ কবিতায়
        কবি দেবে রঙ বিসর্জন?
তাই যদি দাও কবি       মিছে হবে লেখা সবই
       সেই হবে তোমার মরণ।