রাজা গেলেই রাজা আসে, আনে নতুন নিয়ম
তাতেই দেখায়, নতুন রাজা সদয় না নির্মম।
নতুন রাজা এসে রাজ্যে দেখাতে তার তেজ
বলল সেবার, ধরে ধরে কাটতে সবার লেজ।


কাটতে গিয়ে দেখা গেল লেজের বড়ই অভাব
রাজা বলে, আগের রাজার ছিল কৃপণ স্বভাব।
সদয় রাজা সদয় হলো, দেখালো তার তেজ
সবার পিছে লাগিয়ে দিল একটা করে লেজ।


লেজের উপর বসে সবার সুখেই সময় কাটে
একে অন্যের লেজ ধরে সব চক্রাকারে হাঁটে।
যদিও সবাই দেখল চেয়ে রাজা তো লেজহীন
চুপটি থেকে সবাই শুধু সুখেই কাটায় দিন।


ভাবলো সবাই সদয় রাজার দয়ার সীমা নেই
পায়নি নিজে, তবুও দিল প্রজার পিছনেই।
হঠাত রাজ্যে ঢুকলো অনেক বানর-হনুমান
লেজধারী সব প্রজা ধরে কাটলো একটু কান।


জানিয়ে দিল, তারাই এখন দেশের আসল রাজা
তাদের আইন মানবে না যে, পাবে অনেক সাজা।
আগের রাজার লেজধারীদের দেখায় যেন ভিন্ন
একটুখানি কান কাটা তাই রইল শুধুই চিহ্ন।


আসল লেজের নতুন রাজা বলল - আগের রাজা
লেজবিহীন এক আজব প্রাণী - তাই পাবে সে সাজা।
হনুমান আর বানর মিলে চড়ায় তারে শূলে
সুখে সবাই নাচে তাধিন, আগের রাজা ভুলে।