সময়টা ঠিক মেপে চলে
তোমার নিখুঁত ঘড়ি
এখন কত সময় হলো
বৃথায় ভেবে মরি।


সময় হলেই ডেকে নেবে
যতই দূরে থাকি
তোমার যা, তা তুমিই নেবে
যতই ধরে রাখি
বৃথায় সে সব আমার ভেবে
জড়িয়ে বুকে ধরি।


সবাই যারে পাহাড় ভাবে
উচ্চ-অটল-অনড়
তার বুকেতেও নামায় যে ধ্বস
তোমার ছোট্ট ঝড়।


ভয়টা এখন, ডাকের আগে
তেমন ঝড়ের খেলায়
পথের ধুলায় যদি লুটাই
তোমার অবহেলায়!
ঝড়ের আগেই নিও ডেকে
আমার সকল লজ্জা ঢেকে
শুধুই ওই চরণে হয় যেন গো
আমার গড়াগড়ি।