যার জন্যে যা, তাই যদি না হয়, তার কী প্রয়োজন?
তাই একটা নতুন শব্দ খোঁজে প্রতিদিন এ মন।
আদিকালের শব্দটা বারবার হয়েছে ব্যর্থ
ভালোবাসি - শব্দটার আসলেই কী অর্থ?


সে কি দূরকে নিকট করে প্রিয়জনকে কাছে পাওয়া
নাকি কল্পনার গন্ধে তার হাতের কফি খাওয়া?
সে কি চারপাশের গন্ধে তার গায়ের গন্ধ খোঁজা
নাকি তার বুকে মুখ রেখে অজানা সুখে চোখ বোজা?


সে কি তাকে কাছে পেয়েও যথেষ্ঠ না পাওয়ার অতৃপ্তি
নাকি স্পর্শ করা যায় না জানালার ফাঁকে এমন আলোর দীপ্তি?
সে কি তার এলানো বাহুতে নিদ্রা দিয়ে তাকেই স্বপ্নে দেখা
নাকি তাকে আমার বাহুতে নিয়ে তার কপালে টেনে দেয়া রেখা?


সবই তো বললাম, বললামও তাকে খুবই ভালোবাসি
জানি না, সে দিল বিশ্বাস নাকি অবিশ্বাসের হাসি।
ঘৃণা হলো, বড় করুণা হলো 'ভালোবাসি' শব্দটার ওপর
তাই এখন খুঁজছি এমন ব্যর্থ শব্দের বিকল্প শব্দের খবর।