ঘুম আসে না, মাগো আমার ঘুম আসে না
তুমি নেই কাছে, তাই মন হাসে না।
মাগো, আমার ঘুম আসে না।  


মাগো নিশি প্রহরে বসে কেউ শিয়রে
চুলে কেউ বিলি কেটে ভালোবাসে না
মাগো, আমার ঘুম আসে না।


আজও মাগো রাত হলে পূর্ণিমা-চাঁদ ওঠে
জানালার পাশ ছুঁয়েই হাসনা-হেনা ফোটে।
বয়ে আসা বাতাসে ঘর ভরে সুবাসে
শুধু, তোমার গায়ের সেই সুবাসে না
মাগো, আমার ঘুম আসে না।


মাগো, আজও জ্বর এলে তেমনি তো কাঁপি তাপে
মন চায় তোমার হাত কপাল ছুঁয়ে জ্বর মাপে।
কেউ হাতে জল নিয়ে খোকা বলে বল দিয়ে
পাশে বসে আমার সে তৃষা নাশে না
মাগো, আমার ঘুম আসে না।


ঘাম ঝরা গরমে আঁচলের নরমে
মুছে দিতে কেউ আজ পাশে বসে না
মাগো, আমার ঘুম আসে না।