মানুষের আকাংখ্যা বড়ই বিচিত্র -
যা চাই তা না পেলে, নিমেষেই
শত্রু হয় বহুদিনের একান্ত মিত্র।


মানুষের তৃষ্ণা চির অনিবারনীয় -
বিশুদ্ধ জল, মধু, রস, দুধ ফেলে
মদ হয় কারো তৃষ্ণায় বেশী প্রিয়।


বিকল্পহীন মানুষের বাঁচার নিশ্বাস -
বিশুদ্ধ বায়ুর চেয়ে নিকোটিনের ধুঁয়ায়
তবু অনেকেরই বেশী বিশ্বাস।


মানুষই একমাত্র অদ্ভুত খাদক -
কিছু খাওয়া ক্ষুধার জন্যে নয়,
যারা খায় তারা ধনী হওয়ার সাধক।


মানুষের স্মৃতি বড়ই অবিশ্বস্ত
অন্যের দান মুছে ফেলে সহজে,
নিজেরটা লিখে রাখায় ব্যস্ত।


মানুষের সম্পর্ক বড়ই তাজ্জব -
খারাপ সম্পর্ক চোখে দেখা যায়,
ভালোটা শুধুই অদৃশ্যে অনুভব।


পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী -
যারা বলতে পারে সত্যকে মিথ্যা
আর মিথ্যাকে সত্যের বাণী।