মাথা বলে দেহরে     ভালো নোস্ কেহরে
          তাই এতো সমস্যা
তোরা নাই রহিলে    খারাপ না করিলে
          করিতাম তপস্যা।
তোদেরই কুকর্মে      মন নেই ধর্মে
          তাই এতো পাপ
তোদের পাপের তরে   আমি কেন অন্তরে
          করি অনুতাপ?


দেহ বলে আজ থেকে  পাবে নাকো আর ডেকে
          আমাদের সাড়া
অচিরেই তুমি তবে    খুব বড় সাধু হবে
          আমাদের ছাড়া।


অলস সে মাথাটায়      ভূতগুলো আসে যায়
           দিন কয়েক পরে
অসাড় সে দেহটায়      মাথা বিগড়িয়ে যায়
           ডাকে অন্তরে -
তুমি মোর দেহ নও     তবে কেনো চুপ রও
          যেতে পারো ভেবে।
অন্তর ভেবে বলে       প্রকাশহীন ভাবা চলে
         মুখটা তো দেবে?


মুখ যেই খুললো        অনুযোগ তুললো
          কত কিছু চাই
মন কয় মাথারে       খাবি খাই সাঁতারে
         কান কেন নাই?
কান যেই শুনলো      কত শত গুনলো
         শুধু নাই, নাই
অসহ্যে মাথা বলে    এমন কি দিন চলে?
          সব কিছু চাই।


দেহের সব অঙ্গে       পৌঁছে এক সঙ্গে
         মাথার সে দাবী
অসাড় সে দেহ জাগে   যার যার কাজে লাগে
         তালা খুলে চাবি।
হেসে বলে অন্তর      দেখলে তো মন্তর
          আমাদের যাদু
নাই, চাই, শব্দ      করো যদি জব্দ
          তবেই হবে সাধু।


মাথা যার ভালো নয়   দেহ তার সাধু হয়
           শুনেছো কি কভু?
যার দোষ সেই রবে     কত দিন সাধু ভবে  
            অন্যে দুষি’ তবু?


রচনা: ২০ নভেম্বর, ২০১৬