ওরে মন!
মাটির বুকে বাঁধলি রে তুই
কাদা মাটির ঘর
চাঁদ তারাতে সাজাবি তা
চায় কেন অন্তর?


মাটির ঘরে মাটির জিনিস
বড়ই শোভা পায়
চাঁদ তারারা নামলে সেথায়
কোথায় দিবি ঠাঁই?
ডাকলে চাঁদে ভালোবেসে
দেয় কী ধরা মাটিই এসে?
মাটির ঘরে মাটির জিনিস
মানায় রে সুন্দর
চাঁদ তারাতে সাজাবি তা
চায় কেন অন্তর?


ধুলায় পড়ে নিত্য কাঁদে
যারা আপন হতে
অবহেলায় ঠেলিস দূরে
রাখিস ফেলে পথে।
নেরে তাদের বুকে টেনে
সুখের মন্ত্র যাবি জেনে
শেষটা সবার নেরে মেনে
শ্মশান না হয় কবর
চাঁদ তারাতে সাজাবি তা
চায় কেন অন্তর?