একটা সিঁড়ির মাঝখানে দন্ডায়মান,
কোনপ্রান্ত উঁচু আর কোনপ্রান্ত নিচু?
প্রশ্নটা নিতান্তই অবান্তর;
উত্তরটা সবারই তো জানা।


জানাগুলো সরিয়ে নাও চতুর্পাশ থেকে
অনন্ত শূন্যে যখন ঝুলন্ত সে সিঁড়ি
শুধু অসীম নীলিমায় ঘেরা -
আকর্ষণ-বিকর্ষণহীন, সংজ্ঞাহীন দিক
তখনই খুঁজে পাবে অবান্তর প্রশ্নের মর্মার্থ;
জানা উত্তরটা তখন বড়ই অজানা।


কখনো কি দেখেছো মনের উঁচু, নিচু প্রান্ত -
যখন সে ঝুলন্ত মহাশূন্যের অসীম নীলিমায়
মহাসত্যের সন্ধানে?