একলা চলা স্বভাবটা তার
সে বারণ মানে না
যেথায় খুশি সেথায় সে যায় -
তার কারণ জানে না।

ইচ্ছে হলেই এক নিমেষে
ঘুরে আসে হাজার দেশে
পাখনা মেলে উড়ে বেড়ায় -
তার চরণ টানে না।

যা খুশি তাই যায় যে বলে
এই নেভে, ফের ওঠে জ্বলে
সবকিছু তার হয় নীরবে -
তার ধারণ গানে না।

স্বেচ্ছাচারী বড়ই স্বাধীনচেতা  
ধার ধারে না অন্য সবাই কে তা
অন্যে তারে বুঝলো কি না -
তার ভাবনা আনে না।


একটু ব্যথায় চোখ করে ছলছল
একটু খুশিই মুখ হাসে উজ্জ্বল
একটু প্রেমেই নিজকে হারায়
সে হিসাব জানে না।