হাজার তারার আকাশ-বুকে
একটি শুধু চাঁদ
তারে পেতেই হাজার মনে
সদাই জাগে সাধ।


তারা-রা সব কলঙ্কহীন
দূর করে না কালো
চাঁদের বুকে কলঙ্ক-দাগ
তবুও দেয় আলো
তাইতো সবাই চাঁদেরে চাই -
থাক না অপবাদ।


হোক না সে চাঁদ আলোই ভরা
পরের আলো নিয়ে
তবু সে চাঁদ অনেক জীবন
যায় যে হাসিয়ে
তারার মতো দূরের জীবন বৃথা,
হোক যতো নিখাদ।


অমানিশায় যে চাঁদ লুকায়
পূর্ণিমাতে হাসে
তারই সাথে উতাল গাঙে
জোয়ার-ভাটা আসে
পূর্ণিমাটা আসবে যেদিন মনে,
ভাঙবে বালুর বাঁধ।


রচনা: ৩১ জুলাই, ২০১৬