সংগ্রামী মা! অপরাজিতা তুমি সংসার সংগ্রামে
দুঃখ, ব্যথা, অভাব, ক্ষুধা পরাজিত তোমার নামে।
পরাধীন রয়ে তুমি সবাইকে দাও স্বাধীনতা
তোমার করুণায় বেঁচে আছে আজও সভ্যতা।


তোমার নৃত্য-গান-অর্চনায় পূজা, ধর্ম ও বসন্ত বরণ
স্বামী ও সন্তান তরে যুগ যুগ হয় শুধু তোমার মরণ।
আদর্শ বাবা! সে তো সৃষ্টি করে মাগো তোমার প্রেরণা
তাই তো আদর্শ মায়ের তরে সংসারে চির আরাধনা।


এ জগতে পুরুষের সব কাজ পারো তুমি মাগো
কোনো পুরুষ পারে না তোমার কাজের এক ভাগও।
নরাধম, নরক যার ভবিতব্য, বিশ্বপিতাও যারে করে না ক্ষমা
তোমার হৃদয়ে অপার ক্ষমা মাগো তার তরেও থাকে জমা।


পৃথিবীর সবাই যখন দিশেহারা ক্ষুধার্ত জঠরে
সন্তানের ভরা পেটে হাত রেখে শুধু তোমারই পেট ভরে।
জগৎ যখন ভাসে বরষায় শ্রাবন দিনে
তোমার হৃদয় পোড়ে খরায় সন্তানের মঙ্গল বিনে।


মাগো! এ জগতে সবকিছুর মেলে উপমা
শুধু মেলে না তোমার, উপমাহীন ওগো মা।
জগতের যত লেখা তোমার তরে তা অতি সামান্য
আর সামান্য যত সম্পদ সোনা, রুপা ধন ও ধান্য।


নশ্বর পৃথিবীতে একদিন সবাই নেয় বিদায়
সন্তানের মনে তবু কখনো মায়ের মৃত্যু নাই।
সে মনে চির জীবন্ত তুমি সুখ, দুঃখ, আনন্দ, ব্যথায়
তোমার মুখ, কণ্ঠ, গন্ধ, পরশ আজীবন রয়ে যায়।


সন্তানের তরে তোমার দোয়া মাগো স্বয়ং বিধাতা মানে
বিধাতা শোনে মায়ের তরে দোয়া, যখন করে সন্তানে।
এ সন্তানের তরে দোয়ায় তোমার ছিল না কোনো কার্পণ্য
তোমার তরে তাই এ সন্তান স্বর্গ ছাড়া চাই না কিছু অন্য।


==================================
বিঃ:দ্রঃ কাব্য কৌমুদীর চতুর্দশ কবি, শাহীন আহমদ রেজা | কবির কবিতার শিরোনামগুলোঃ সংগ্রামী মা ; স্বাধীনতা ; বসন্ত বরণ ; আদর্শ বাবা ; আরাধনা ; শ্রাবণ দিনে | আমার আজকের অনুশীলন ছিল শিরোনামগুলো অপরিবর্তিতভাবে ব্যবহার করে একটা অর্থপূর্ণ কবিতা লেখা | কবির "সংগ্রামী মা" কবিতাটি আমাকে এমনভাবে আপ্লুত করলো যে "মা" ছাড়া অন্য কোনো ভাবনা মাথায় এলো না|  মা'কে নিয়ে লেখার অধিকার সবার এবং সহস্র লেখাতেও মা'কে পরিপূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়| তাই মা'কে নিয়েই আবার লিখলাম "মা"| এই অনুশীলনের মধ্যে দিয়ে জানলাম কবি মানুষের মন, দেশপ্রেম ও প্রকৃতি নিয়ে খুব সুন্দর কবিতা লেখেন| আসরে কবির কবিতা থেকে জানি, কবি একজন অত্যন্ত সফল রম্য ছড়া/কবিতা রচয়িতা | কাব্য কৌমুদীতে রম্য ছড়া না পেয়ে কিছুটা হতাশ হলেও ওই সব সুন্দর কবিতাগুলো তা পুষিয়ে দিয়েছে | কবির দীর্র্ঘ জীবন, সুস্থতা এবং এই ধারার অসংখ্য কবিতা কামনা করি|