এক দেশে হলো এক চিড়িয়াখানা
সব পশু এলো সেথা, ময়ূর চাই আনা।
কর্তারা ভেবে বলে, সমস্যাটা তুচ্ছ
কাক ধরে পরাইবো ময়ূরের পুচ্ছ।
যেই কথা সেই কাজ, ধরা হলো কাক
কাক শুধু দিয়ে যায় কা কা ডাক।
কর্তারা রাখে তারে সুন্দর ঘরে
কেমনে বানাবে ময়ূর, তাই ঠিক করে।
কাকেরে শেখায় সবে, ময়ূরের বুলি
কেমনে নাচিবে তার পুচ্ছটি তুলি।
কিছুদিন পরে, কাক ময়ূরের মতো
ভাবে সবে, সার্থক ময়ূর করা ব্রত।


দলে দলে আসে লোক ময়ূরকে দেখে
একদিন ছোট ছেলে এলো কোথা থেকে।
হাতে ছিল কুঞ্চি, করে নিলো তাক
জোরে যেই খোঁচা দিলো, সবে শোনে ডাক -
কা কা ডেকে কাক করে ধড়ফড়
পুচ্ছটা সাথে খসে পড়ে ঝরঝর।
সবে দেখে, কাকখানা ময়ূরের বেশে
লজ্জায় ময়ূর ফের কাক হলো শেষে।


কাক যতই ময়ূরের পুচ্ছ করে ধারণ
খোঁচা খেয়ে করে ঠিকই কা-কা উচ্চারণ।


রচনা: ১লা ডিসেম্বর, ২০১৬