দেয়াল তুলে চতুর্দিকে বানিয়ে মন্দির
বিশ্ব মাঝে খুঁজিস সদাই পথখানা সন্ধির।
সবার যা তা নিজের ঘরে বন্দী করে রেখে
ভাবলি খুশী করবি তারে একটা নামেই ডেকে।
বুঝলি না তুই সেজন কভু হলো কি না খুশি
নিজের দুঃখ বাড়াস শুধু জগতটাকে দুষি'।


মনকে আজি মুক্ত করে দেরে আমার মন
বলবে কথা আকাশ, নদী, পাহাড়, সাগর বন।
ওদের মতই বিভেদবিহীন বিলিয়ে দিলে সব
হৃদয় মাঝে সুখানন্দ করবি অনুভব।
উপাসনার ঘরটি পাবি পূর্ণ দেয়ালবিহীন
আলো-সুখের দোলায় দুলে কাটবে সেথায় দিন।