আর একটা মিছিল চাই, মুর্দার বিশাল মিছিল
ভয়হীন চিত্ত যেথা, নিজ থেকে এসে হবে শামিল।
যে মিছিলে জালিমের বুলেটে মৃত্যুর ভয় নেই
যে মিছিলে প্রাণভয়ে পিছিয়ে, জয়-পরাজয় নেই।
যে মিছিলে দানবের চাকাতলে পিষ্ট হয়ে কেহ
রক্তসিক্ত মাটির বুকে রয় না সে নিষ্প্রাণ দেহ।
যে মিছিলে তরুণীর ভয় নেই ধর্ষণ-কলংকে
মৃত্যু-ধর্ষণ শুধু সংখ্যা নয় রাজনীতির অংকে।
যে মিছিলে নেই কারো শূন্য উদরের ক্রন্দন
জালিমের সাথে নেই কারো প্রেম-প্রীতি-বন্ধন।
যে মিছিলে শ্লোগান নেই, সকলেই নিঃশ্চুপ
জীবন্ত শয়তান পায় না নিষ্পাপ-সাধু-রূপ।


অস্ত্রহীন সে মিছিলে একদিন মুর্দা হবে অস্ত্র
কারো গায়ে থাকবে না সেদিন সভ্যতার বস্ত্র।
নির্বাক, নিষ্পলক মুর্দাদের ঘৃণাভরা চোখে
ঝরে যাবে অগ্নি-স্ফুলিঙ্গ, অশ্রু নয় শোকে।
সে আগুনে দগ্ধ হবে জালিমের অহংকার
জালিমের রাত্রি হবে নির্ঘুম, দুঃস্বপ্ন-শঙ্কার।
পরাস্ত, পলায়িত জালিম খুঁজে নেবে আশ্রয়
নরকের অগ্নিকুন্ড-রাজত্বে, অনন্ত সময়।


তার আগে হতে থাক অজস্র মুর্দার সমবেত
কবর হোক ইমারত, পথ, নদী, সাগর, শস্যক্ষেত।
আপাততঃ সে বিশাল গোরস্থানে দেয়া থাক খিল
একদিন সকল মুর্দারা জেগে, হবেই সে মিছিল।