একখানা গাছে যদি দাও দিনে পাঁচবার ঝাকি
ডালে তার শুকনো পাতা আর ধরে থাকে নাকি?
পাঁচবার দিনে করলে গোসল পরিস্কার জলে
দেহ নয় পরিস্কার কারো, কী করে কেউ বলে?


তেমনি পালন হয় যদি দিনে পাঁচবার নামাজ
শুধু তা পালন নয় আল্লার নির্দেশে ফরজ কাজ।
অবশ্যই পাঁচবার অজুতে দেহ হয় পরিস্কার
লোভ, হিংসা, অতৃপ্তি মনে থাকে নাকো আর।


বারবার নোয়ালে মাথা আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়
নিজের শান্ত মন পৃথিবীর অন্য সবার শান্তি চায়।
আল্লাহর সাথে হৃদয়ের সম্পর্ক হয় সুনিবিড়
শত ব্যথা দুঃখেও মন রয় অভিযোগহীন-স্থির।


দিনে পাঁচবার নামাজ আদায়ের পরেও যদি
অসুস্থ মনে কারো পাপ কর্ম চলে নিরবধি
জগতের সকলের মঙ্গল তরে হৃদয় না কাঁদে
হয়তো সে নামাজ মাথা ঠোকে ভন্দামীর ফাঁদে।


শেষ বিচারের দিনে আল্লাহর প্রথম প্রশ্ন হবে
কারো নামাজ আদায় ঠিক ছিল কি না এই ভবে।
এই প্রশ্নে সার্থক যে হবে, তার বাকি সওয়াল
সার্থকতায় শেষ হতে নেবে সামান্যই কাল।


নামাজের মাঝে তাই আল্লাহর সাথে মন বাঁধি
সম্মুখে হাজির জেনে, বিনয়ে তার কাছে কাঁদি।
সকলের নামাজ হোক আল্লাহর দরবারে কবুল
তাতে হোক আমাদের হৃদয়ের কালিমা নির্মূল।
----------------------------------
** 'ঐশী আলোর ছটা' কাব্যগ্রন্থের জন্যে