অনেক দূরের পথের শেষে
তোমার ঘরের দ্বারে এসে
দাঁড়িয়ে আছি আকুল হয়ে
আমায় কখন ডাকবে হেসে।
বসার আসন এগিয়ে দিয়ে
চোখের কোণে প্রেম মিশিয়ে
বলবে, যেও হেথায় ক্ষণিক বসে।


জানি না কোন প্রেমিক তোমার ঘরে
আমার ঠাঁই যে হয় না তাই অন্তরে।
প্রেমের এ গান যাই একেলা গেয়ে
শুনলে না তা, দেখলে না তো চেয়ে
তোমার সুখের ঘর ছেড়ে তাই যাই
দূর-প্রবাসে আবার পরের দেশে।


জানি, ছেড়ে গেলেই নিজের ঘর
কদিন পরেই হয় সেও পর।
তাই বাইরে এখন দাঁড়িয়ে কাঁদি
উপেক্ষিত এক অতিথির বেশে।