পাহাড়! তুমি উচ্চ শিরে দাঁড়িয়ে অনুক্ষণ
ভাবছো সবাই এসে তোমায় করবে আলিঙ্গন!


অলীক তোমার স্বপ্ন দেখা, এমন অনড় থাকা
মাটির বুকে তোমার ও-বুক হবে না আর রাখা।


মাটির বুকে সবার সাথে মিলতে যদি চাও
বাইরে তোমার দেহ ভেঙে পাথর কণা ঝরাও।


হৃদয় খুঁড়ে রক্ত ঝরাও, বহাও তাতে নদী
ভালোবাসা পেতে হলে, দিয়োও নিরবধি।


পাহাড়! তুমি ভালোবাসায় এসো, নেমে এসো
সবাই তোমায় বাসবে ভালো, তুমিও ভালোবেসো।