ওরে, বধির ওরা বধির
ওরা গদির মদ্যপায়ী,
পিয়ায় ধনের মদির।


ওদের ভাঙেনা ঘুম ডাকে
লংকা পোড়ে আগুনে,
ওরা শয্যায় থাকে।


ওরা গাছে বাধায় পিঠ
সূর্য পানে চেয়ে বলে,
পুড়ছে দূরে ইট।


ওদের গাঁজায় মাথা ঘোরে
আকাশখানা ঘুরছে ব’লে
ঠেলে আরও জোরে।


ওরা ভাবে, বৃদ্ধ বিধাতা
ওদের মারে ভূত হয়েছে,
ওরাই ধরার মাথা।


ওরা চায়না পায়ের নিচে
চোরাবালু আর ক’টা দিন
টিকায় ওদের মিছে।


ওরা দাঁড়িয়ে ডোবার পাশে
পঁচা ডোবায় পড়বে ওরা,
বাতাস যদি আসে।


ওরা শোনে না যে আওয়াজ
ঈশান কোণে ঘনায় যখন
কাল বৈশেখীর সাজ।


আমজনতা আসলে ত্বরা ধেয়ে
বাঁচবে কি আর মরার আগে
ও মুখে রাম গেয়ে?


নীতিহীন কি নীতি নিয়ে মরে?
সত্যি এলে, মিথ্যা জরা
আপনি যায় কবরে।


ওদের ভাঙে নারে ঘুম
জাগার আগেই পায় যে ওরা
মৃত্যু যমের চুম।

রচনা: ১২ আগস্ট, ২০১৬