আমি তোমার যোগ্য নই
তাই তুমি রও সরে
তুমি নাও গো আমায় আজি
তোমার যোগ্য করে।

আজ যে আমি সবই ভুলে
বসে আছি দুয়ার খুলে
যা আছে সব দেব তুলে
যদি তোমার চরণ আজি
আমার দ্বারে পড়ে।
নাও গো আমায় আজি
তোমার যোগ্য করে।

মনের গোপন অভিসারে
নিয়েছি তো বারেবারে
এই আমারে তোমার দ্বারে
যোগ্য নই, তাই আসি ফিরে
চিত্তে লজ্জা ভরে।
নাও গো আমায় আজি
তোমার যোগ্য করে।

লজ্জা ভয়ে আঘাত হেনে
মিলন মেলায় আমায় এনে
নাই যদি লও বুকে টেনে
তোমার পায়ে পূজার আগে
বৃথায় যাব ঝরে।
নাও গো আমায় আজি
তোমার যোগ্য করে।

রচনা: পার্থ, ৫ এপ্রিল, ২০১৬