যুগের এক শব্দচাষী ছোট ধানক্ষেতে
সোনার ধানের চাষে উঠেছিল মেতে।
স্বদেশীর চরণে তা করে নিবেদন,
তাচ্ছিল্যে ছুড়ে ফেলে স্বদেশী সে ধন।
পাশে তার নদীকূলে বিদেশী এক তরী
আটি আটি সোনা-ধান নিয়েছিল ভরি।
শব্দচাষী কেঁদেছিল তারে নিতে তুলে -
ঠাঁই নাই - বলে তারে গিয়েছিল ফেলে।


এ যুগের মহাচোর করে রোজ চুরি
জনতার যত সোনা, বুকে মেরে ছুরি।
বিদেশের বুকে গড়ে কোষাগার, প্রাসাদ
ভাবে সেথা পাড়ি দেবে দেশে হলে প্রমাদ।
বিদেশীরা সোনা নেয়, নেয় না যে চোর -
পাড়ি দিতে গেলে তাই কেটে যায় ঘোর।
ঠাঁই নাই, ঠাঁই নাই - ওঠে রব বিদেশে
সোনাহারা চোর তাই পড়ে থাকে শেষে।


ছিল না আমার দেশে সোনার অভাব
আছে শুধু দেশে সোনা না রাখার স্বভাব।