আমায় দেখে সেলাম ঠোকে
আমার অধঃস্তন
মুখ বন্ধ, ঘাড়টা নেড়ে
চলি যে হন্ হন্।


ভাবটা এমন সেলাম ঠোকায়
ওদের শুধু দায়
বড় হয়ে আগে সেলাম
দেবো কী লজ্জায়?


বসা মানুষ দাঁড়িয়ে পড়ে
আমি যখন আসি
কেউ হয়েছি - ভেবে তখন
আপন মনে হাসি।


একটু দূরে দাঁড়িয়ে নরক
অট্টহাসি হাসে
লজ্জা-অহম ভাঙবো রে তোর
আমার অগ্নি-ত্রাসে।