বেদনার স্বরলিপি লিখেছে বিধাতা
আমার জীবন খাতায়
ফুলহীন এই বৃক্ষ যে তাই
ভরেছে শুকনো পাতায়।


প্রেমহীন এই জীবনে শুধু
সয়েছি বিরহ-জ্বালা
স্মৃতির খাতায় বৃথা খুঁজি আজ
কারো মিলনের মালা।


পায়নি যে দেহ মধুর পরশ
অনুভূতি মাঝে সুখের হরষ
সেই দেহ ক্ষত করেছে শত কাঁটায়।


জগত ভরা আলোয় আলোয়
আমার শুধু অন্ধকার
পাহাড় সম নিঃস্বতা আজ
ঘুঁচিয়েছে সব অহংকার।


সবাই ভাবে অহংকারি
আমিই জানি কোন্ ভিখারি -
যার অল্প চাওয়াও কাঁদে অপূর্ণতায়।