এসো প্রিয়া, মুখোমুখি বসি দুই জনে
ভুলে যাই যত কিছু আছে এ ভুবনে।


যদি মন চায়, হবে কিছু কথা
নয়তো শুধুই রবে নীরবতা
মনে মনে হবে তবু কিছু কথা
যত কিছু আছে দুটি মনে।


জীবনের পথে যত কিছু দেখা
স্মৃতির খাতায় যত কিছু লেখা
তাই দিয়ে এসো আঁকি কিছু ছবি
দুজনের অপলক নয়নে।


ভুলগুলি ফুল করে গাঁথি আজ মালা
প্রীতির সৌরভে আজ ভুলি কিছু জ্বালা।
না পাওয়ার ব্যথা ভুলে
প্রেম-জলে ঢেউ তুলে
পরশের সুখে দুলি শিহরণে।


রচনাঃ ২৮ অক্টবর, ২০১৬