সমুদ্রের তীরে সেই মাটির ঘরটা
প্রচন্ড ঢেউয়ে একদিন ভেসে যাবেই
তবু তার আগে অফুরন্ত অবসর।
আপাততঃ ছোট্ট মাউসটার অসহযোগীতা
ব্যর্থ হলো সদয় কম্পিউটারটা কবিতার আসর ভ্রমনে।


সমুদ্রে মাছ ধরলে অন্ততঃ সময়ের কিছুটা সদ্ব্যাবহার হয়!  
অদূরেই সমুদ্রের তীর থেকে কন্যার চিৎকার কানে এলো -
বড়শিতে একটা বড় মাছ লেগেছে,
টেনে উঠানো যাচ্ছে না।

ছুটে গেলাম,
শুনলাম মাছটা পালিয়েছে।

কিভাবে পালালো?
সুতাটা টানতে টানতে শেষে জাহাজের নোঙর উঠে এলো
দেখলাম সত্যিই হুকটা সোজা করে মাছটা পালিয়েছে।

স্বপ্নের বড় মাছ,
জাহাজের নোঙর-বড়শিতেও ধরতে পারে না!