অন্ধ প্রেমের বন্দনা চলে যুগে যুগে
তবে তাতে হতে পারে দগ্ধ কেউ ভুগে।
দুর্বলের অন্ধ প্রেম সবলের দ্বারে
কষ্ট নিয়ে ফিরে আসে ব্যর্থ বারেবারে।
সবলের অন্ধ প্রেমে দুর্বলের ইচ্ছা
শবদেহ হয়ে লেখে ধর্ষণের কিচ্ছা।
অন্ধ হলে দেশ প্রেমে শোষকের মন
দেশের ধর্ষণ দেখে নিত্য জনগন।


অন্ধ হলে দেশ প্রেম শুধু নিজ তরে
নেতাদের অত্যাচারে জনগন মরে।
নেতাদের আত্ম-স্বার্থ চাওয়ার ফাঁদে
জনতা যা চায় তা মৃত হয়ে কাঁদে।
প্রেম হোক অন্ধ শুধু অপরের তরে
আত্মত্যাগী প্রেমে যাক এ পৃথিবী ভরে।