হেথায় যখন প্রখর আলোয় দিবস করে খেলা
অন্য কোথাও আঁধার ঢাকে রাত
হেথায় যখন দিনের শেষে সূর্য ডুবি ডুবি
অন্য কোথাও আসছে হেসে প্রাত।


হেথায় যখন গ্রীষ্ম বাতাস পোড়ায় সবুজ বন
দহন আনে নিঠুর তপ্ত খরা
অন্য কোথাও অথৈ জলের প্লাবন ভাসায় জীবন
তারই সাথে বিরামবিহীন ঝরা।


হেথায় যখন শৈত্য বায়ে বর্ণহারা পত্ররাজি ঝরে
ঘূর্ণি হাওয়া উড়ায় ধুলার পরে
অন্য কোথাও বসন্তরাজ নতুন পাতা আনে  
নতুন ফুলে ডালগুলি সব ভরে।


তেমনি হেথায় দুঃখ যখন কাঁদায় অকারণে
অন্য কোথাও থাকতো যদি সুখ
দুঃখ হেথায় ফেলে রেখে, দূরের পথে হেঁটে
সেথায় সুখে ভরে নিতাম বুক।


অন্য কোথাও, অন্য কোথাও, অন্য কোনখানে -
অনেক হেঁটেও হয় না পথের শেষ  
হেথায়, হোথায়, সবখানেতেই বেজে চলে
দুঃখ, ব্যথা, কান্না, স্মৃতির রেশ।