কেউ না জানুক তুমি জানো, কোন বেদনায় কাঁদি
ভেবে মরি তোমায় আমি কোন সাধনায় সাধি।


তুমি রহ অহরহ আমার কাছাকাছি
নয়ন তবু সদাই দেখে আমিই একা আছি
হাত রেখে ওই তোমার হাতে
কভু আমি পাইনা ছুঁতে
তোমার হাতে বাঁধা আমি কেমনে তোমায় বাঁধি।


যদি তুমি নাই বাসিতে ভালো
আঁধার মাঝে এসে যদি নাই জ্বালিতে আলো
হয়তো হতো সে ব্যথা নির্মম
হয়তো তবু হতো উপশম।
না দিয়ে এই নেওয়ার ব্যথায়  সদাই অপরাধী।


রচনা: ১১ সেপ্টেম্বর, ২০১৬