হয়তো সে এক বিষাদ ঘন দিনকে আঁধার করে
আমায় নিতে হে অচেনা আসবে আমার ঘরে।


সারাটা দিন কেটে গেছে আলো-আঁধার খেলায়
অন্ধকারে আর রেখো না সাঁঝের মলিন বেলায়।
হোক না সে ক্ষীণ, তবু জ্বালো
শেষ আঁধারের আগে আলো
নেভার আগে দাও গো আমার হৃদয় আলোয় ভরে
আমায় নিতে হে অচেনা তখন এসো ঘরে।


তোমার আসার কথা ভেবে সদাই কাঁপে এ মন
বুকের ভিতর নিত্য শুনি তোমার অমোঘ শমন।
তোমার আলোয় হে দয়াময়
হরণ করে আমার সে ভয়
সৌম্য, শান্ত, সুন্দর হে এসো এ অন্তরে
আমায় নিতে হে অচেনা তখন এসো ঘরে।